Tuesday, May 26, 2015

ভারতে তাপদাহে মৃত ৭৫০, রেড এলার্ট জারি

ভারতে তাপদাহে মৃত ৭৫০, রেড এলার্ট জারি

মঙ্গলবার, ২৬ মে ২০১৫

India-3কাগজ অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় গত কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে সাতশতে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে মারা গেছে ৫৫১ জন। বাকিরা তেলেঙ্গানা রাজ্যের। কর্তৃপক্ষ পাণহানি ঠেকাতে দুটি রাজ্যে রেড এলার্ট জারি করেছে।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার রাজধানী নয়াদিল্লিতেই তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানার কিছু অংশে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা বিগত কয়েক দশকের মধ্যে প্রথম।

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা কর্তৃপক্ষ রেড এলার্ট জারি করেছে। সেইসঙ্গে শ্রমিক ও অন্য লোকদের বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঠে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।

India-4অন্ধ্রপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিশেষ কমিশনার পি তুলসি রাণী বলেন, যারা হতাহত হয়েছেন তারা বেশির ভাগই সরাসরি রোদের মধ্যে ছিলেন। এছাড়া তাদের বেশির ভাগই শ্রমিক শ্রেণীর লোকজন। যাদের বয়স ৫০ কিংবা তার ঊর্দ্ধে। সেইসঙ্গে সবাইকে পূর্ব সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে বলে জানান তিনি।

- See more at: http://www.bhorerkagoj.net/online/2015/05/26/78598.php#sthash.F9fr5Vlm.dpuf

No comments:

Post a Comment