Friday, June 5, 2015

ভারতে অবশেষে নেসলের ম্যাগি নুডলস নিষিদ্ধ

ভারতে অবশেষে নেসলের ম্যাগি নুডলস নিষিদ্ধ 


ভারতের খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা বলেছে, ম্যাগি নুডলসকে তারা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে। সেজন্যে নেসলেকে তাদের নয় ধরণের নুডলস বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।ভারতের কয়েকটি রাজ্যে পরীক্ষা করে দেখা গেছে, ম্যাগি নুডলসে এমন মাত্রায় সীসা রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিঙ্গাপুরেও ভারতে থেকে আমদানি করা ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছে।ভারতের নুডলসের বাজারের আশি শতাংশই নেসলের ম্যাগি নুডলসের দখলে।

http://www.bbc.co.uk/bengali/news/2015/06/150605_mh_magi_noodles

No comments:

Post a Comment