Thursday, June 4, 2015

Acting Secretary General urges to stop blame game; demands impartial investigation of the petrol bomb incident in Comilla

চান্দিনায় যৌথবাহিনীর অভিযানের নামে জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দকে গ্রেফতারের নিন্দা
কোন তদন্ত ছাড়াই নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে----ডাঃ শফিকুর রহমান
কুমিল্লা জেলার চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনার পর যৌথবাহিনীর অভিযানের নামে জামায়াত এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন। 
বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লা জেলার চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনার পর যৌথবাহিনীর অভিযানের নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল বাশারসহ জামায়াতে ইসলামীর ৭ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা গত ৩ জুন বিবৃতি দিয়েছি। ঐ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি। চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কারো জড়িত থাকার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ কর্মকর্তারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে তাদের গ্রেফতার করছে। চট্টগ্রামেও গণগ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, দেশে কোন কিছু ঘটলেই তার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো সরকারের একটি কুঅভ্যাসে পরিণত হয়েছে। সরকারি পোশাক পরে পুলিশ কর্মকর্তাদের এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদানের কোন এখতিয়ার নেই। কোনরকম তদন্ত ছাড়াই জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে এবং নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। চান্দিনায় পেট্্েরল বোমা হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক তামাশা বন্ধ করে ঐ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য তিনি আহ্বান জানান।  
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশারসহ গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


News & Press Release
Acting Secretary General urges to stop blame game; demands impartial investigation of the petrol bomb incident in Comilla
THURSDAY, 04TH JUNE, 2015
Acting Secretary General of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman has issued the following statement on 4th June, 2015 protesting and condemning the unlawful arrest of Jamaat-Shibir activists in the name of joint drive following an incident of hurling petrol bomb on a passenger bus at Chandina of Comilla district. "I am vehemently protesting and condemning the unlawful arrest of 7 leaders and activists of Jamaat-e-Islami and Chhatrashibir including the Chandina Upazila Jamaat Ameer Maulana Abul Bashar in the name of joint drive following an incident of throwing petrol bombs on a passenger bus. On behalf of Jamaat-e-Islami, we have issued a statement protesting the incident on 3rd June. We also called for ensuring due punishment of the offenders following an impartial investigation. There is no question of having any involvement of Jamaat-Shibir men with this heinous incident. Only to harass politically, police has filed false case against Jamaat- Shibir men and unlawfully arrested the local partymen. As a part of similar drive, the law enforcers arrested two Jamaat activists in Chittagong. It has become an old habit of the ruling party and the administration to launch blame game and to repress the Jamaat-e-Islami and Chhatrashibir anyhow by implicating these party workers intentionally. No government staffs or officer have the right to take such a political stance. It is great unfortunate to blame someone for an offence even without any investigation. We are urging the authorities concerned to stop this blame game and to hold neutral investigation to ensure due punishment of the real offenders. Finally I am urging the government to release all the political detainees including the Chandina Upazila Jamaat Ameer Maulana Abul Bashar i

No comments:

Post a Comment