Saturday, May 16, 2015

রীতিমত গণপ্রতিরোধ শুরু হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে , এখানে দেখুনঃ ‪#‎GoHomeIndianMedia‬“…Media humiliated poor Nepal in order to take credit & cheap publicity in the hour of crisis. Sad,” said one tweet.

বহু কলেজ পড়ুয়া এই সত্য কিছুতেই বোঝে না যে , কোনো মেয়েকে 'ভালোবাসি' বললে চড়-থাপ্পড় কেন খেয়ে হয় রে বাপু! বহু সমাজ সেবীও এটা বোঝে উঠেন না যে সেবা করতে গিয়ে জনতার গালি কেন শুনতে হয় রে বাপু। সম্ভবত ভারতীয় সংবাদ মাধ্যমও এটা বুঝত না...। নেপালের ভূমিকম্প ওদের গালে জোর চপেটাঘাত দিয়ে কথাগুলো বুঝিয়েছে, আর তাই দ্বিতীয় ভূকম্পে এদের অনেক সংযমী দেখা যাচ্ছে। রীতিমত গণপ্রতিরোধ শুরু হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে , এখানে দেখুনঃ ‪#‎GoHomeIndianMedia‬"…Media humiliated poor Nepal in order to take credit & cheap publicity in the hour of crisis. Sad," said one tweet.

In a blog published on CNN, Sunita Shakya of Nepali origin writes, "Your media and media personnel are acting like they are shooting some kind of family serials."http://indianexpress.com/…/gohomeindianmedia-angry-nepalis…/

Like · Comment · Share
  • Sushanta Karশুধু তাই নয়, ত্রাণ সাহায্য নিয়েও যেভাবে দখল দারির রাজনীতিতে নেমেছিল প্রতিবেশী দেশগুলো এবং তাদের আন্তর্জাতিক মিত্র পক্ষ সেও নেপালে প্রবল গণপ্রতিরোধের মুখে পড়েছিল, ভারতীয় সংবাদ মাধ্যম যতই সমুন্নত মাথা নিয়ে নিজেদের জয়ধ্বনী করে থাকুক। মনে পড়ছিল, হাইতিতে ভূকম্পনের পরে মার্কিন ত্রাতাদের নিয়ে এমনই গণবিক্ষোভ হয়েছিল সেই দেশে। ভারত সরকারতো এমনও ঘোষণা দিয়ে বসেছিল, যে নেপাল পুনর্নির্মাণ না করে ভারতীয় সেনা দেশে ফিরবে না। ফিরেছে কিনা, জানি না। কিন্তু ১০ দিনের মধ্যেই বাকি বিশ্বের সমস্ত ত্রাতাদের দেশে ফিরে যেতে বলতে বাধ্য হয়েছিল সেদেশের সরকার। ফলে এখন ভারতও সংযমী হয়ে গেছে, বুঝে শুনে পা ফেলছে ... The move bears significance as after about 10 days of the April 25 earthquake, Nepal had abruptly asked all foreign rescue teams, including India's National Disaster Response Force, to return home.

    The government, however, has kept the NDRF and the Indian Air Force in full alert and on standby to respond to any emergency call from Nepal.

    Read more at:
    http://economictimes.indiatimes.com/artic.../47251655.cms...

No comments:

Post a Comment