Tuesday, May 26, 2015

মোদী সরকারের বর্ষপূর্তিতে হবে ‘জনকল্যাণ উত্সব’

মোদী সরকারের বর্ষপূর্তিতে হবে 'জনকল্যাণ উত্সব'
ইত্তেফাক ডেস্ক২৬ মে, ২০১৫ ইং ০২:১৭ মিঃ
মোদী সরকারের বর্ষপূর্তিতে হবে 'জনকল্যাণ উত্সব'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি অঙ্গীকার করেছিলেন যে তিনি কখনো ছুটি নেবেন না। সেই অঙ্গীকার তিনি রক্ষা করেছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মাথুরায় এক সমাবেশে একথা বলেন। তার সরকারের এক বছরের পূর্তি উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। গত বছরের ২৬ মে মোদীর সরকার গঠিত হয়। খবর এনডিটিভি ও দ্য হিন্দু পত্রিকার।

 

মোদী সরকার তার কাজের প্রচারণা চালাতে সারা দেশে 'জনকল্যাণ উত্সব' পালনের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ২শ' সমাবেশ এবং ২শ' সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। সরকারি বিভিন্ন দফতরও নিজ উদ্যোগে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণা চালাবে। দেশজুড়ে বিজেপি'র নেতারা সফর করবেন। শ্রী কৃষ্ণের জন্মস্থান মাথুরায় 'জনকল্যাণ উত্সব' উপলক্ষ্যে আয়োজিত প্রথম সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন,  আপনারা ৩০ বছর পর একটি দলকে ক্ষমতায় বসিয়েছেন। এই সরকারকে যারা কাজে উত্সাহ জুগিয়েছেন তারা হলেন এদেশের গরীব মানুষেরা। গান্ধী, লহিয়া এবং দিন দয়াল উপাধ্যায় নামের তিন ব্যক্তি ভারতের রাজনীতি এবং রাজনৈতিক চিন্তাকে প্রভাবিত করেছেন উল্লেখ করে মোদী বলেন, তারা প্রত্যেকেই এদেশের গ্রামের গরীব কৃষককে প্রাধান্য দিয়েছেন। মোদী গত এক বছরে তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরেন। 'জনকল্যাণ উত্সব' উপলক্ষ্যে প্রত্যেক মন্ত্রীকে তাদের শহরে এবং প্রত্যেক এমপিকে তাদের আসনে প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে বিজেপি'র পক্ষ থেকে।

No comments:

Post a Comment