Wednesday, May 20, 2015

'উজান সাহিত্য গোষ্ঠী'র উদ্যোগে তিনসুকিয়াতে ভাষা শহীদ দিবস


'উজান সাহিত্য গোষ্ঠী'র উদ্যোগে তিনসুকিয়াতে ভাষা শহীদ দিবস পালিত হলো এবারেও। দুর্গাবাড়ি মিউজিক কলেজে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোষ্ঠীর সভাপতি সুজয় রায়। 'ডাকে ঐ ১৯শের শহীদেরা ভাই' গানের সঙ্গে পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একই গান , আবার পরিবেশন করেন তুহিনা ভট্টাচার্য পরে । এছাড়াও গান করেন জীবন সরকার ও বর্ণালী সেনগুপ্ত। নিজের লেখা কবিতা পড়েন পার্থ সারথি দত্ত ও ভানু ভূষণ দাস। আমি এবং আমার কন্যা পড়ে শোনাই ক্রমে বিজয় ভট্টাচার্য এবং শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা। এছাড়াও ১৯শের প্রাসঙ্গিকতা নিয়ে উপস্থিত নানা জন বক্তৃতা করেন।

Sushanta Kar's photo.
Sushanta Kar's photo.
Sushanta Kar's photo.
Sushanta Kar's photo.
Sushanta Kar's photo.

No comments:

Post a Comment