ভারত বিশ্বাস করে, তাদের ধর্মীয় উগ্রবাদী সরকার থাকতে পারে কিন্তু বংলাদেশে মৌলবাদ থাকা উচিত নয়: ফারুকী
ভারত বিশ্বাস করে, তাদের ধর্মীয় উগ্রবাদী সরকার থাকতে পারে কিন্তু বংলাদেশে মৌলবাদ থাকা উচিত নয়: ফারুকী
ভারতের লোকসভা নির্বাচন থেকে দুইটি বিষয় শিক্ষণীয় হিসেবে তুলে ধরেছেন মোস্তফা সরওয়ার ফারুকী। ১. মৌলবাদীদের বেশিদিন কোনঠাসা করে রাখা সম্ভব নয়। এদের শক্তি দমন করা যায় না, এজন্য দরকার সুশাসন। ২. ভারত বিশ্বাস করে, তাদের ধর্মীয় উগ্রবাদী সরকার থাকতে পারে কিন্তু বংলাদেশে কোনো মৌলবাদ থাকা উচিত নয়।"
আমাদের নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্তারা বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের দেখতে চান না বলে দৃষ্টি আকর্ষণ করেছিলেন , ফারুকী লিখেছেন, "কিন্তু এই প্রচারের আগে, তারা কেউই নিশ্চিত হননি তাদের হাউজ ঠিকমতো চলছে কি না।"সবশেষে প্রশ্ন রেখেছেন- "ভারতে অবস্থিত বাংলাদেশী রাষ্ট্রদূত কখনও ভারতের কর্তাদের বলতে পারবে কি 'আমরা ভারতে হিন্দু মৌলবাদ দেখতে চাই না। আর আদৌ তারা কি এরকম বলতে আমাদের অনুমতি দেবে?"
ফারুকী লিখেছেন, "আমি আবিষ্কার করলাম, ভারতীয় মৌলবাদ ইসলামী মৌলবাদের চেয়ে ভাল "।
http://www.natunbarta.com/entertainment/2014/05/17/82091/%E2%80%98%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE+%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87+%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE+%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC+%E0%A6%A8%E0%A7%9F%E2%80%99
__._,_.___
No comments:
Post a Comment