Saturday, June 4, 2016

Titir Chakraborty 'আসবার কালে কি জাত ছিলে? এসে তুমি কি জাত নিলে?'


Titir Chakraborty

'আসবার কালে কি জাত ছিলে? এসে তুমি কি জাত নিলে?'


সত্যিই কারোর জন্ম-মৃত্যুর সাথে জাত,ধর্ম,বর্ণ কিচ্ছুটি তৈরি হয়না। এগুলো তৈরি হয় আমাদের চারপাশের সামাজিক ব্যবস্থা দিয়ে,যা আমাদেরকে প্রশ্ন করা শেখায়না,খালি অন্ধের মত মেনে নিতে শেখায়! আর এই মেনে নিতে নিতে,আমরা এতটা নিরুপায় হয়ে যাই যে একটা রোহিত-একটা চুনীকে হারাতে হয়!
কারণ,আমরা ভয় পাই,উল্টোদিকে কথা বললে সমাজ বাঁচতে দেবে নাকি? তা,এমনিই বা দিচ্ছে কই? মুখ বুজে,মেনে নিয়ে,হতাশায় মরে যাওয়ার থেকে ভালো এই পচে যাওয়া ব্যবস্থাটাকে ভিতর থেকে পালটে ফেলার জন্য একবার আওয়াজ তুলি! যাতে কাল আরো কিছু জনকে আমাদের ভয় পাওয়ার মাশুল না দিতে হয়!

৫ই জুন। ভারতসভা হল। বিকেল ৪টে। কথা হবে,সবাই একসাথে মিলে।
থাকবেন রাধিকা ভেমুলা,রাজা ভেমুলা,ডোন্থা প্রশান্থ,কুনাল দুগগাল,আনন্দ তেমতুম্বরে,তথাগত সেনগুপ্ত এবং আরো অনেকে।--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment